চাঁচল

কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল

 

কলিগ্রাম অঞ্চলে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল পঞ্চায়েত সদস্য। মালদহের চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম অঞ্চলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।

    মুলাইবাড়ি বুথে কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্য রবিউল আলম ওরফে বাপি যোগ দিল তৃণমূলে। শুধু তিনিই নন। তার সঙ্গে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের নেতৃত্বে চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের আবাসনে যোগদান শিবির অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও একাধিক পঞ্চায়েত সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেস থেকে আসা ওই পঞ্চায়েত সদস্য রাবিউর আলমের দাবি, কংগ্রেসে থেকে মানুষের কাজ করা যাচ্ছিল না। মানুষের কাজ ও এলাকার উন্নয়ন করার লক্ষ্যে মা মাটি মানুষ তৃণমূলে যোগ দিলাম।

 

    মূলত ২০ আসন বিশিষ্ট কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে ৭ টি আসনে জয়ী হয় তৃণমূল। ৩ টি তে বিজেপি, ২ টি সিপিএম ও ৮ টি আসনে জয়ী হয় কংগ্রেস। তখন বোর্ড গঠনে কংগ্রেস ও তৃণমূলের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল বিজেপি। তবে কংগ্রেসের ঘর ভাঙিয়েই বোর্ড গঠন করতে সক্ষম হয়েছিল তৃণমূল। আবারও কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে নিজেদের কাছে টেনে শক্তি বৃদ্ধি করল তৃণমূল।